রাজধানীর খিলক্ষেতে আইল্যান্ড টপকে মাইক্রোবাসকে চাপা দিল এনা পরিবহন
রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও মাইক্রোবাস।
হোটেলটির সামনে নিয়ন্ত্রণ হারায় এনা পরিবহণের একটি বাস। পরে আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসকে চাপা দেয় বাসটি। ঘটনার পর বাসটি জব্দ করেছে খিলক্ষেত থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি বলেন, ‘বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে গেলেও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে মাইক্রোবাসের চালক তাঁর হাতের আঙুল সামান্য আঘাত পেয়েছেন।’
‘বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও চালকের সহকারীসহ বাসের কোনো যাত্রীকে আমরা ঘটনাস্থলে পাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই মৌরি।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এনা পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
No comments:
Post a Comment