সাপ্তাহিক ইতিকথায় আপনাকে স্বাগতম! আপনার মতামতের পাশেই আমরা। আপনার গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত আমাদের প্রেরণা। সাপ্তাহিক ইতিকথার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Sunday, August 9, 2020

ফরিদপুরের মধুখালীতে দুই মাদক সম্রাট গ্রেফতার



ফরিদপুরের মধুখালীতে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা  পুলিশ ।

ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মছলন্দপুর, মহাশশানের সামনে থেকে রবিবার রাত আনুমানিক  সাড়ে ১২ টার সময় ২০০ পিছ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের মৃত পাচু ফকির এর ছেলে আলী আকবর (৪৫)গোন্দারদিয়া গ্রামের নজরুল ইসলাম(পাচু) বিশ্বাস এর ছেলে ওয়াসিম বিশ্বাস(৩৫)।

এস আই স্বপন কুমার জানান রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালি উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের দক্ষিন পাশে মছলন্দপুর, মহাশশানের সামনে থেকে ২০০ পিছ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন কে  গ্রেফতার করা হয়। এসব ঘটনায় মধুখালি থানায় মামলা হয়েছে।

No comments:

Post a Comment

Welcome to Weekly Itikatha. We are next to your opinion. Your important information and feedback is our motivation. Thank you for staying up to date with Weekly Itikatha.