সাপ্তাহিক ইতিকথায় আপনাকে স্বাগতম! আপনার মতামতের পাশেই আমরা। আপনার গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত আমাদের প্রেরণা। সাপ্তাহিক ইতিকথার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Saturday, March 26, 2022

বৃহত্তর ফরিদপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ফ্রেন্ড ফ্যামিলি ডে


বৃহত্তর ফরিদপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ফ্রেন্ড ফ্যামিলি ডে  অনুষ্ঠিত। 


গতকাল ২৫ মার্চ  সারাদিনব্যাপী “বৃহত্তর ফরিদপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন” আয়োজিত “ফ্রেন্ডস ফ্যামিলি ডে” অনুষ্ঠানটি হা-মীম গ্রুপের হেড অফিস তেজগাঁও এর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ সহ বৃহত্তর ফরিদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নাচ-গান, কৌতুক, লটারিসহ চমকপ্রদ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জুয়েল। 

আয়োজক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম রিপন জানান,  আয়োজনটি ছিলো অসাধারণ। সবাই সবকিছু চমৎকারভাবে উপভোগ করেছেন। যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Tuesday, December 28, 2021

রাজধানীর খিলক্ষেতে আইল্যান্ড টপকে মাইক্রোবাসকে চাপা দিল এনা পরিবহন


রাজধানীর খিলক্ষেতে আইল্যান্ড টপকে  মাইক্রোবাসকে চাপা দিল এনা পরিবহন


রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও মাইক্রোবাস।


হোটেলটির সামনে নিয়ন্ত্রণ হারায় এনা পরিবহণের একটি বাস। পরে আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসকে চাপা দেয়  বাসটি। ঘটনার পর বাসটি জব্দ করেছে খিলক্ষেত থানা পুলিশ।


আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি বলেন, ‘বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে গেলেও এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে মাইক্রোবাসের চালক তাঁর হাতের আঙুল সামান্য আঘাত পেয়েছেন।’


‘বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও চালকের সহকারীসহ বাসের কোনো যাত্রীকে আমরা ঘটনাস্থলে পাইনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান  এসআই মৌরি।


ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এনা পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

Tuesday, December 21, 2021

ইতিহাস ফিরে আসে

 ই‌তিহাস ফি‌রে আ‌সে!

মুফতি আব্দুল্লাহ মীর 

প্রিন্সিপাল, মাদ্রাসাতু আম্মার ইবনে ইয়াসির (রাঃ) 

কেরানীগঞ্জ, ঢাকা। 



সা‌ড়ে চৌদ্দশত বছর আ‌গে ইসলা‌মের দাওয়াত নি‌ষিদ্ধ ক‌রে‌ছিল মক্কার লো‌কেরা!

মো‌ড়ে মো‌ড়ে লোক দাঁড় ক‌রি‌য়ে নবীজীর দাওয়া‌তের বিরু‌দ্ধে বি‌ষোদগার ক‌রে‌ছে।

নাচ গান আর বেশ‌্যাবৃ‌ত্তি‌কে প্রমোট ক‌রে মানুষ‌কে দ্বীন থে‌কে দূ‌রে সরা‌তে চেষ্টা করা হ‌য়ে‌ছিল।

কদর ছিল মুশ‌রিক‌দের। বিধর্মীর। লা‌ঞ্ছিত ও নি‌পিড়ীত ছিল দ্বী‌নের দাঈরা।

কিন্তু ই‌তিহাস সাক্ষী। আল্লাহ তাআলা তা‌দের ষড়যন্ত্র নস‌্যাৎ ক‌রে‌ছেন। ইসলা‌মের দাওয়াত আ‌রো বেগবান হ‌য়ে‌ছে। পৌঁছে গে‌ছে প্রতি‌টি ক‌র্ণে। প্রতি‌টি জনপ‌দে। পাপাচারমুক্ত এক আদর্শ সমাজ নি‌র্মিত হ‌য়ে‌ছিল আরব ভূখণ্ডে।


সময় পা‌ল্টে‌ছে। ই‌তিহাস ফের কড়া নাড়‌ছে।

জা‌যিরাতুল আর‌বে মুশ‌রিক‌দের আনা‌গোনা বে‌ড়ে‌ছে। ফ‌্যাশন শো, সি‌নেমা হল আর নর্তকী‌দের উদ্দাম শরীর প্রদর্শনী হ‌চ্ছে নবীজীর স্মৃ‌তিধন‌্য মা‌টি‌তে। পা‌পের এক স্বর্গরাজ‌্য হবার দ্বারপ্রা‌ন্তে আ‌লে সৌ‌দের কু‌ক্ষিগত জ‌মিন।

কদর বে‌ড়ে‌ছে ইহুদী‌দের। ঘাঁ‌টি মজবুত হ‌চ্ছে খৃস্টান‌দের।

নি‌ষিদ্ধ হ‌চ্ছে নববী দাওয়াত ও তাবলীগ।


আমরা আশায় বুক বাঁধ‌ছি। ই‌তিহাস তার পু‌রো শা‌মিয়ানা নি‌য়ে ঢে‌কে ফেল‌ছে প‌রি‌বেশ। আবার ফি‌রে আস‌ছে পূর্ণ উদ‌্যমে।

ইনশাআল্লাহ ইসলা‌মের দাওয়াত বন্ধ হ‌বে না। বরং আর‌বের প্রতি‌টি ঘ‌রে। প্রতি‌টি বসতী‌তে পৌঁছে যা‌বে। আ‌রো অকল্পনীয় দ্রুততায়। আ‌রো অস্বা‌ভা‌বিক ক্ষিপ্রতায়। ধ্বংস হ‌য়ে যা‌বেই প‌শ্চিমা‌দের তোষণকারী আ‌লে সৌদ। ইসলা‌মের আ‌লো। দাওয়া‌তের সূর্যা‌লো আ‌লো‌কিত কর‌বেই প্রতি‌টি আরব জনপদ।


আ‌মি‌তো শুন‌তে পাচ্ছি সেই বিজ‌য়ের পদধ্ব‌নি। আপ‌নি শুন‌তে পা‌চ্ছেন‌তো?

Saturday, June 12, 2021

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির করোনা মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত

 


নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির করোনা মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত

আমিনুল ইসলাম শান্ত (স্টাফ রিপোর্টার) 


মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জ্বল এর দ্রুত সুস্থতা কামনায় নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বিকাল ৪:৩০ টায় নড়াইল আউড়িয়া ঈদগাঁহ  এতিমখানা মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  এস. এম. পলাশ,সহ-সভাপতি তারিকুল ইসলাম টুটুল, আবু দাউদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নূল ইসলাম বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ রিয়াজ মাহমুদ মিশাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ শেখ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রাকিব হাসান সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।উপস্থিত সবাই কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির  আরোগ্যের  জন্য প্রার্থনা করেছেন ও সমগ্র দেশবাসীর কাছে তার আশু  রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

Monday, June 7, 2021

লোহাগড়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহ্বায়ককে সংগঠন থেকে অব্যাহতি

লোহাগড়া স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ককে সংগঠন থেকে অব্যাহতি। 
 আমিনুল ইসলাম শান্ত (স্টাফ রিপোর্টার) 

 নড়াইল জেলার লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক এস এম এহসানুল হক কুশলকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গত ৭ জুন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম উজ্জল ও সাধারণ সম্পাদক এস এম পলাশ এর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয় তাকে। 
 তার নামে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে বলে চিঠিতে জানানো হয়। সেখানে আরও বলা হয় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর (গ) উপধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

Sunday, April 18, 2021

সুস্থ হয়ে ঘরে ফিরলেন ভাঙ্গা উপজেলার ফাইজুর রহমান

 

সুস্থ হয়ে ঘরে ফিরলেন ভাঙ্গা উপজেলার ফাইজুর রহমান 


 উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালের সাধারণ সম্পাদক, জনপ্রিয় শ্রমিকনেতা জনাব ফাইজুর রহমান দীর্ঘ ১২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের আইসিইউতে থাকার পর আজ রিলিজ নিয়ে ফরিদপুর তার নিজ বাসায় ফিরে গেলেন ।তিনি ডায়াবেটিস,কিডণী ও ফুসফুসের ইনফেকশন জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার সুস্থতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার,নার্স ও ষ্ট্যাফ সকলের আন্তরিকতার জন্য এবং সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

Monday, February 22, 2021

ফরিদপুরের মধুখালীর আসাদুল করিম আওয়ামী লীগের উপকমিটির নেতা নির্বাচিত

 


ফরিদপুরের কৃতি সন্তান,  বাংলাদেশ আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য  জনাব আসাদুল করিমকে বাংলাদেশ আওয়ামিলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত করায় ফরিদপুরের মধুখালী উপজেলার সর্বস্তরের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ।

Welcome to Weekly Itikatha. We are next to your opinion. Your important information and feedback is our motivation. Thank you for staying up to date with Weekly Itikatha.