সাপ্তাহিক ইতিকথায় আপনাকে স্বাগতম! আপনার মতামতের পাশেই আমরা। আপনার গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত আমাদের প্রেরণা। সাপ্তাহিক ইতিকথার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Tuesday, December 1, 2020

ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবি বাস্তবায়নের আখ চাষীও শ্রমিকদের মানববন্ধন ।


ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবি বাস্তবায়নের আখ চাষীও শ্রমিকদের মানববন্ধন ।

এস এম আবুল বাশার ফরিদপুর জেলা প্রতিনিধি :- 

ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের আখ চাষী ভবনের সামনে  শ্রমিক ও আখ চাষীদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় । সমাবেশে শ্রমিক ও আখ চাষী নেতৃবৃন্দ ৫ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ১চিনিকলে নিয়োজিত কর্মচারীদের ৫/৬ মাসের বকেয়া বেতনসহ সকল পাওনা আদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী গ্র্যাচুইটির টাকা পরিশোধ করতে হবে। ২ চিনিকল বদ্ধের প্রক্রিয়া বাতিল করতে হবে। ৩ আসন্ন মাড়াই মৌসুম (২০২০-২১) পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করতে হবে। ৪ আখ উৎপাদন এর স্বার্থে সার বীজ ও কীটনাশক সহ জরুলি উপকরণসমূহ সরবরাহ করতে হবে। ৫ চাষীদের মূল্য পরিশোধ করতে হবে। উপরোক্ত দাবি আগামী ৭ দিনের মধ্যে না মানলে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন কর্মচারী ফেডারেশন বৃহত্তর  আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে যার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

 

আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়াঁ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রতন কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক রেজাউল হকু , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মির্জা গোলাম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আরজাউল, শ্রমীক নেতা মোঃ নজরুল ইসলাম, কৃষক নেতা আব্দুুুুল মালেক শিকদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ ,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি কাজল বসু  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা , কমিউনিস্টট পার্টির মধুখালী  উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ কুতুবুজ্জামান, চিনিকলে এর আখ চাষী ও শ্রমিক নেতৃবৃন্দ চিনি কালকে বন্ধ না করে আধুনিকায়ন করার জোর দাবি জানান।



 

Welcome to Weekly Itikatha. We are next to your opinion. Your important information and feedback is our motivation. Thank you for staying up to date with Weekly Itikatha.